Jumjournal Logo

Search

Menu

নিভৃতচারী ছন্দময় গানের পাখি শ্রী অমর শান্তি চাকমা

Tripura usah

Last updated Sep 21st, 2025

9

featured image

 

“সার্থক জনম লভি, ধন্য এ মাটি

মূর্তিমান আলোর মশাল,

কণ্ঠশিল্পী শ্রী অমর শান্তি৷”

এক পরিপক্ষ বীজ থেকে অংকুর, সেই অংকুর থেকে চারাগাছ ক্রমেই মহীরুহ ফলবতী বৃক্ষ। রোপিত সেই বৃক্ষ সবুজাভ ডালপালা ও সুমিষ্ট ফুল-ফসলে আজ কালজয়ী ইতিহাস। বর্ণিত সেই বৃক্ষ কাল্পনিক কোন ধারণার নাম নয়, সেই এক ছন্দময় গানের পাখি, সৃষ্টিশীল সংগীত প্রতিভার এক কিংবদন্তী ব্যক্তিত্ব রাংগামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার বড়াদম গ্রাম নিবাসী শ্রী অমর শান্তি চাকমা অত্যন্ত মিতভাষী অথচ সুর ঝংকারে নন্দিত এ কণ্ঠশিল্পী পেশায় শিক্ষক। বৃক্ষকে যদি প্রশ্ন করি, বৃক্ষ কী তোমার পরিচয়? বৃক্ষ কথা বলতে না পারলেও তাঁর প্রশ্নের উত্তর পাওয়া যায়। বৃক্ষের পরিচয় আমরা পাই তাঁর ফুল-ফলে । ঠিক তেমনিভাবে এই গুণী শিল্পী পেশাগত সফলতার পাশাপাশি আজীবন সংগীত সাধনায় আত্মনিমগ্ন আছেন। সংগীত চর্চার মধ্য দিয়ে তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জাতিসত্ত্বাকে নবজন্ম দান করেছেন। স্মরণ করা যায়, ৮০ এর দশকে সামরিক শাসক জেনারেল এরশাদের শাসনকালে অশান্ত পার্বত্য চট্টগ্রাম দীর্ঘকাল বাকরুদ্ধ ছিল । তেমনি এক সুকঠিন যুগ-সন্ধিক্ষণে তাঁর রচিত–

 

“উত্তন পেগে মেঘে মেঘে মিগুলো দেবাত তলে,

ম পরানান যেদ’ মাগে, তাঁরা লগে লগে॥

চেরোকিত্যে নানাঙ পেগে উরি উরি গীত গাদন

সে গীদেন্দি মন ভরিনেই ফুল ফুদি যাদন৷

গেদুং চেলে গেই ন পারং তাঁরা ধগে ধগে

ম পরানান যেদ মাগে তাঁরা লগে লগে॥

এই দেজ’ মুরোয় মুরোয় গাজ’ বাজ’ তারুম বন

চাল চিলেয়্যে ধোক্যে গুরি চাদে লাগে গম।

ঝারত চোমেই এগা মনে গাই গাই গুরি বেরেলে

ম পরানান যেদ’ মাগে তাঁরা লগে লগে৷”

 

(সুত্র : হিল’ র সংগ্রহ ও সম্পাদনা- সুপ্রকাশ চাকমা ও সন্তোষ চাকমা)

 

তাঁর এই কালজয়ী গানটি সংগীত প্রেমী সকল ভাষাভাষীর নিকট ব্যাপক সমাদৃত হয়েছে। সব্যসাচী সংগীত যাদুকর শ্রী অমর শান্তি চাকমা এ পর্যন্ত ৩০০০ (তিন হাজারের অধিক) চাকমা ও বাংলা ভাষায় গান রচনা করেছেন বলে জানা যায়। প্রকৃতি, পাহাড়, গিরি, ঝর্ণা, দেশ, মাটি ও মানুষ তাঁর সকল সৃষ্টির উপজীব্য বিষয়। তিনি একাধারে কবি, গীতিকার, সুরকার, ছড়াকার ও কণ্ঠশিল্পী। তাঁর ব্যক্তিগত প্রচেষ্ঠার ফসল “কাচালং মুরোল্যা সাংস্কৃতিক গোষ্ঠী” এখানকার সুধী সমাজে ব্যাপক সমাদৃত হয়েছে। এ ছাড়াও তিনি পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতিক জগতের পুরোধা “জুম ঈসথেটিক কাউন্সিল”-এর একজন সক্রিয় সদস্য। এ পর্যন্ত তাঁর হাত ধরে অসংখ্য শিষ্য সংগীত ও সাংস্কৃতিক জগতকে ঋদ্ধ করে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। তন্মধ্যে দেশবরণ্যে সংগীত তারকা মোসাম্মৎ, শেফালী আক্তার (চ্যানেল আই কর্তৃক তারকা নির্বাচিত), রাংগামাটি জেলার প্রতিভার সন্ধানে প্রতিযোগিতার শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী মি: কয়েল চাকমা, রাংগামাটি বেতার শিল্পী মিজ ধর্ম রত্না চাকমা, জাপান প্রবাসী পাপড়ি চাকমা প্রমুখ উল্লেখযোগ্য৷

 

প্রচার বিমুখ এই খ্যাতিমান কণ্ঠশিল্পী বর্তমানে শিক্ষকতার পেশায় অবসর জীবন কাটাচ্ছেন। শেষ জীবনে তাঁর প্রতিভার স্বীকৃতি স্বরূপ আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে নানাবিধ সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন। যে সকল সংগঠন ও প্রতিষ্ঠান গুণী শিল্পীকে সম্মাননা দিয়েছে তা হলো যথাক্রমে বড়াদম সরকারি প্রা: বিদ্যালয়, বাঘাইছড়ি; রূপালি উচ্চ বিদ্যালয়, বাঘাইছড়ি; কাচালং ওয়েলফেয়ার সোসাইটি, ঢাকা; ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর ইনিষ্টিটিউট, খাগড়াছড়ি; জেলা শিল্পকলা একাডেমী, রাংগামাটি; জুম ঈসথেটিক কাউন্সিল, রাংগামাটি; বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার রাংগামাটি কর্তৃক সম্মাননা উল্লেখযোগ্য ।

 

পরিশেষে সাংস্কৃতিক জগতের আরেক বিস্ময়কর প্রতিভা শ্রী রনজিত দেওয়ান এর গানের কথা ধার নিয়ে আমার লেখা শেষ করব। উদ্ধৃত অংশটি হল “অদং যুনি ফল গাছ, ফল ধরেদং বার মাস।” আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, শ্রী অমর শান্তি চাকমা ঠিক তেমনি এক ফলবান বৃক্ষ। ফলবান বৃক্ষ যেমন নিঃস্বার্থভাবে আমাদের পুষ্টির চাহিদা/ভিটামিনের চাহিদা পূরণ করে শরীরকে সুগঠিত করে দেয় তেমনিভাবে শ্রী চাকমার সুরেলা গান শুনে আমরা মুগ্ধ হই। তাঁর প্রতিটি সৃষ্টি সংগীতপ্রেমী সবার মনোজগতে সুখ ও স্বপ্নের বলিরেখা এঁকে দিয়ে যায় ।তাই আসুন এই গুণী শিল্পীকে বেশি বেশি উইশ করি, ভালবাসা জানাই, শ্রদ্ধা জানাই। নিরোগ দীর্ঘজীবন কামনা করি ।

 

লেখা- লালন কান্তি চাকমা, প্রভাষক, কাচালং সরকারি কলেজ, বাঘাইছড়ি।

প্রসঙ্গ:

জুমজার্নালে প্রকাশিত লেখাসমূহে তথ্যমূলক ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে অথবা যেকোন লেখার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার মতামত এবং সঠিক তথ্য দিয়ে আপনিও লিখুন অথবা লেখা পাঠান। লেখা পাঠাতে কিংবা যেকোন ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন - jumjournal@gmail.com এই ঠিকানায়।

আরও কিছু লেখা

নিভৃতচারী ছন্দময় গানের পাখি শ্রী অমর শান্তি চাকমা