১০ই নভেম্বর তুমি
কিশন চাকমা
১০ই নভেম্বর তুমি
চেঙে-মিয়োনি-কাচলঙ,বড়গাঙ-
শঙ্খ-মাতামহুরি-রাইনখঙ
নদীর অদৃশ্য যন্ত্রণাময় নিস্তব্ধ
কান্না।
১০ই নভেম্বর তুমি
জুমপাহাড়ের হাজার হাজার
অাদিবাসী মানুষের
শোকের কালোছায়া।
১০ই নভেম্বর তুমি জুমফুলের কান্না,
সাজেক মেঘভ্যালিতে মিশে
যাওয়া ক্ষত অশ্রুকণা।
১০ই নভেম্বর তুমি
দ্রোহের স্ফূলিঙ্গ বিদ্রোহ-প্রতিবা
দের অাগুন,
ক্ষোভ-প্রেরণার নতুন প্রজন্মের
বিপ্লবী ফাগুন।
১০ই নভেম্বর তুমি শিবচরণের
গোজেনলামা,
প্রতিবাদী নতুন প্রজন্মের গেঙহুলি,
বীরযোদ্ধা রণু খাঁর অাপোষহীন
বিদ্রোহের জলন্ত অাগ্নেয়গিরি।
১০ই নভেম্বর তুমি
ভোরের রক্তাভ সূর্যোদয়,
ভীরু,বেঈমান-দালালের ক্ষয়।
১০ই নভেম্বর তুমি ধনপুদির সাজন্ন্যে
গামচা,
রাধামনের শানানো তরবারি
বড়গাঙ নদীতে পা ফেলা ” সাতচিমু”
সৈন্য
স্বজাত দরদী চাকমা রাজা
বিজয়গিরি।