জুম কাবা
আলোময় চাকমা
ভাত্তুন্ অলাক্ হগরা,
খে লগই য’ থরা থরা,
ন’ থাক্কুয়া আর মরা মরা।
পত্থান্ অইয়ে দুরোদুরি,
সিত্তুন্ আর’ মুড়োমুড়ি,
যা তাগল্ ল’ তে মনত্ গুরি।
মা পিত্থীমিরে স্বাক্ষীয়ে,
এক্ কুপ্, দ্বিকুপ্ দিলুঙ্ —
ধানে-সুধোয় ঘর ভোরে দোক্ লক্ষীয়ে।
নানান সুধোমে চাম্বা চেই,
ডালি বাহজায় এগেম হেই,
বর মাগি পিত্থী পিত্থী সুগে থেই।।
১৭/০৯/২০১৪