icon

“তুই এবে ভিলি”(চাকমা কবিতা)

Jumjournal Admin

Last updated Dec 16th, 2019 icon 301

তুই এবে ভিলি

 শ্যামল তালুকদার

 

সিবে কন্না এই মন মায় আহ্-মিঝে যায়,

মন দোরান মেলি দিনেই নীগিলি এধ চায়

এ পধেদি নিত্য আহ্-দে

সামবাদ ধরে এত্তে-যাদে

মর পরানে ধরফরায়——

উজোন-লামোন গরে বানাহ্ এই মনান-মায়।

কন সাগরর ভাজি এঝে

সেই রবো তার এনেই ঘেঝে——

বাজি উধে দ্বিয়ান কানত

গম লাগে মর এই মনানত

দঘিনো আহ্-বায় আহ্-বায়

উজোন-লামোন গরে বানাহ্ এই মনান-মায়।

মেঘ সান্যে আগাঝ-জগা বেরায় ভাজি ভাজি

ভঙরা সান্যে ফুলে ফুলে উরে নাজি নাজি

কধা ন-কলে তা সমারে

সিয়ান সালে কী ওহ্‌ই পারে

মরে বেজার পায়——

উজোন-লামোন গরে বানাহ্ এই মনান-মায়।

মানেয়-কুলত সাগর মানেই সুগর দুগর মন

মোন-মুড়ো আ ছড়া-ছড়ি আগাচ্ মাদি বন

সাগর স্ববন আঝা আঘে

মর মনানে বেরেদ মাঘে

তেও ম সমারে থায়——

উজোন-লামোন গরে বানাহ্ এই মনান-মায়।

মন দজ্যাত তুবোল উধি তুবোল যায়

বেক কধায়ানি বুক ফারিনেই নীগিলি এধ চায়

আহ্-জার কধা উধে পরে

কবির মনান কেজান গরে

কবির গভিন মন-মায়——

উজোন-লামোন গরে বানাহ্ এই মনান-মায়।

মাদি পেল পানি পেল——

পেল বেল পঅর

বীজিবোত্তুন গেজেই উধি গাঝ চারাবোই কর:

আন্ধারত্তুন নীগিলি এলুং

এ পিত্থিমির পঅর দেঘিলুং

দুয়ো মেলিদুং চাং,

এ পিত্থিমির মাধি ছারি

ওহ্‌চ অহ্‌য় দূরোর আঘাচ ফারি

ভালক দূরত যাং।

 

জুমজার্নালে প্রকাশিত লেখাসমূহে তথ্যমূলক ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে অথবা যেকোন লেখার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার মতামত এবং সঠিক তথ্য দিয়ে আপনিও লিখুন অথবা লেখা পাঠান। লেখা পাঠাতে কিংবা যেকোন ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন - [email protected] এই ঠিকানায়।

আরও কিছু লেখা

Jumjournal Admin

Administrator

Follow Jumjournal Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *