icon

লিবি তানা (চাকমা কবিতা)

Jumjournal

Last updated Jan 26th, 2020 icon 449

লিবি তানা

ম্যাকলিন চাকমা 

তুত্তে বয়ের লামিলে লামোক
আন্ধার পহদত সাচ গঙোক
তুও নিরিবিলিত থুবেনেই সাছি অবঙ;
পেগপাগালি দাঘিলে দাঘন
যুনি তুই মুই থুবোলত ঠিগি থেই
লামিলে লামোক ঝর ফুদো ঠিগিনি চুল বেই,
সুদোমর কাম যুনি নেই আলসি গরি যেই
মুরো উধি মুরো লামি দ্বি কুলর রেগা বেই।
.
দিঘবন’ সেরে পেলাঙ পেলাঙ ওই জুম্মবি গঙেলে
হূচত পরি হূচ সমেলে, ঝনাত ঝনাত টেঙত হারু তা সমারে
সেরে পুক জাগা ললে,
ন’ অভ’ সেক্যা সাচ
সুগোর হেন লদক-দদক ন’ অভ
কৃঞ্চ তা চক্রলোই এ্যাভ’
যুনি তুই গঙানিত লেভেধেই তাচ
চিদ জুরোনি তাগলক অভ’ সুদোমর নকবাঝ।

জুমজার্নালে প্রকাশিত লেখাসমূহে তথ্যমূলক ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে অথবা যেকোন লেখার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার মতামত এবং সঠিক তথ্য দিয়ে আপনিও লিখুন অথবা লেখা পাঠান। লেখা পাঠাতে কিংবা যেকোন ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন - jumjournal@gmail.com এই ঠিকানায়।

আরও কিছু লেখা

Jumjournal

Administrator

Follow Jumjournal

Leave a Reply