icon

ফোন (চাকমা কবিতা)

আলোময় চাকমা

Last updated Dec 15th, 2019 icon 550

ফোন

আলময় চাকমা

আমিজে থং সাঙুয়ান পাদে,
তুই এবে ভিলি।
ধোই, পুঝি, চুড়ি থং চানাআন,
হক্কে এবে পাগুলী!

সাঙু চিনস? “ডাটা”উন দ্যে’চ্যা।
(ফোনর) স্কীনান তর চানাআন।
রংধং হিরিমিরি ; হি জুত,
লাঙ্যা লাঙুনীর এ মাধান।

বাজিলে ফোনানত রিংটোন,
ভাইব্রেশন অয় মনানত।
বাঝী বাঝী লোই পারে সুঘ-দুঘোর রিয়্যক্ট,
টিব দিলে অয় ফোনানত।

ন’ থেলে চার্চ দেয় গুগলত,
ব্যে ল’ স্মার্ট কীবোর্ড + ইমোজি।
হধা সমারে রিয়্যক্ট গোলিদে,
মারিদে ব্যে ব্যে যা হুজি।

ন’ থোকনাহ কারলোই চিন পরিচয়,
হুদু কার ঘর।
চাঘি চাঘি ল’, বাঝি বাঝি ল’
লাঙ্যা, লাঙুনী অভেদর!

২৪/০১/২০১৮

জুমজার্নালে প্রকাশিত লেখাসমূহে তথ্যমূলক ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে অথবা যেকোন লেখার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার মতামত এবং সঠিক তথ্য দিয়ে আপনিও লিখুন অথবা লেখা পাঠান। লেখা পাঠাতে কিংবা যেকোন ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন - jumjournal@gmail.com এই ঠিকানায়।

আরও কিছু লেখা

আলোময় চাকমা

Author
জুম থোক ন' থোক তুও আমি জুম্মো। মোন-মুড়োউনদো এব' গলি ন' যান। মুজুঙেঁদি কাবিবংগোই জুম তুই থেচ ম' লগে...

Follow আলোময় চাকমা

Leave a Reply