কু’রিত্!!!
আলোময় চাকমা
বারিজে দেবাত্ নেই কালামেঘ,
আহল্যার চাজত্ ন’ উদের রুয়োপেক্।
কু’রিত্! কু’বহ্! হেলের পিত্থীমিত্!
ওলোমোস্তো, জঞ্জালুক্ সপ্পানিত্।
বোদোলের দেবংশি সুধোম্!
লুড়ি যার আব-হাবাহ্, এ্যেন্-হারন্!
পুদি পুদি বেক্!
হরাণে আঙিঁ যায় শীতভুই।
পেদেপেদে দ্বি-এক্ শিজে লুঙিঁলে,
আগাম্ বারিজেয় ভাজে নেজাই পিত্থীমি।
ভুইবলার স্ববনানি ভাজী যায় গঙাঁরত্!
দাহবর হে এলুনি হেলুনি,
উদের-ডুবের!
আবারাল্লোই “চিলাকধাগ'” ধক্,
শিল্ চাদারাত্ হন্ পাত্তরত্, হন্ পাড়ত্!
চিগোন্ চিগোন্ কিয়েনি,
গাবুর পাঘি যার মনানি।
দেজ-মুলুক্ থাহর নেই,
হাক্কঞ্যাঁ ওচ্ পুরাদন্।
দাম নেই দাম নেই আগ’ ধক্…..
ননন্-ভোজ, শুড়ি-বো’র আলুলো দুলুলো।
রাধামন-ধনপুদি, নিলকধন্-নিলপুদির,
হোচপানার মেইঞাঁনি!
চেরোপালা কু’রিত্, কু’বহ্,
ভাজী যার সংসার।
হি ওল্ হি ওল্ হিজেনি!!!
০২/০৭/২০১৬